প্রকাশিত: Wed, Mar 8, 2023 4:45 PM
আপডেট: Sat, May 10, 2025 2:14 PM

কেরালা বিশ^বিদ্যালয়ের যুগান্তকারী সিদ্ধান্ত ছাত্রীদের জন্য ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি

ইমরুল শাহেদ: এবারের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নেয়। সরকারি-বেসরকারি অফিসে কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি থাকলেও শিক্ষার্থীদের জন্য এই ছুটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। টাইমস অব ইন্ডিয়া

প্রতিবেদনে বলা হয়, সোমবার কেরালা বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে বলা হয়, ১৮ বছরের বেশি বয়সী ছাত্রীরা ছয় মাস পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন। ঋতুস্রাবের কারণে ক্লাসে মেয়ে শিক্ষার্থীদের বার্ষিক উপস্থিতি কমিয়ে ৭৩ শতাংশ করার বিষয়ে রাজ্য সরকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়ার কয়েক সপ্তাহ পর এই সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছয় মাস মাতৃত্বকালীন ছুটির সুবিধা ভোগের পর মেডিক্যাল রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে। ছুটি নেয়া শিক্ষার্থীরা আবার ভর্তি না হয়ে ছয় মাস পরে আবার ক্লাস শুরু করতে পারবে। কোর্সের সময়কাল বাড়ানো হবে, যাতে তাদের পড়াশোনার ক্ষতি না হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, কোর্স চলাকালীন শুধু একবার মাতৃত্বকালীন ছুটির সুবিধা দেওয়া হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব